গাইবান্ধা বিচার বিভাগের আয়োজনে ৭ই মার্চ এর ভাষণ মুক্তিকামী জনতার চিরন্তন অনুপ্রেরণা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিচার বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপত্বি করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়া। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ হোসেন, অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট ফারুক হোসেন, জেলা বারের সভাপতি ফারুক আহাম্মেদ প্রিন্স, সাধারন সম্পাদক আলগীর হোসেন, দুদক পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আবু আলা সিদ্দিকুর রহমান রিপুসহ অনেকে।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের উপর প্রবন্ধ উপস্থাপনা করেন সহকারী জজ শাফি উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু কর্নারে জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিচারক ও কর্মকর্তারা।