জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, জনগণের সেবা ও জেলা পরিষদের সম্পদ রক্ষায় জেলা পরিষদের সবাইকে এক সাথে আন্তরিকভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা/কর্মচারী সমিতি গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আজ প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ তালুকদার।
সহকারি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাল হোসেন, রংপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ জহরুল ইসলাম। সাংবাদিক আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান শুক্কুর আলী, জেলা পরিষদের সদস্য আরিফা আক্তার, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, নবগঠিত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক রতন কুমার।