
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি গাইবান্ধা জেলা সদর উপজেলা সদরের ৪নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান (টুলু) আর নেই।
আকস্মিক অসুস্থতায় গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)
আজ ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে টানা ৬ বারের ইউপি চেয়ারম্যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান (টুলু) মৃত্যুর খবরে পৃথক পৃথকভাবে তাহার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সরকারের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন সহ অন্যান্য সংগঠন সমূহের নেতৃবৃন্দ।