রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৩:৪৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আতাউর রহমান আতার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায়  দৈনিক  মানবজমিন পত্রিকার  নির্বাহী সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাংবাদিক জাবেদ হোসেনের সঞ্চালনায় খালেদ হোসেনের সভাপতিত্বে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান স্কুলের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রথম আলো জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি রবিন সেন, আনন্দ টিভির মিলন খন্দকার, নিউজ টুয়েন্টি ফোরের সাইফুল ইসলাম প্রিন্সসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, পত্রিকাটির উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙ্গা টিভি’র গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি রবিন সেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকরা শহরের ১ নং ট্রাফিক মোড়ে  এক মিনিটের জন্য কলম, ক্যামেরা ও মোবাইল ফোন রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর