সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৫৬ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬:৪১ অপরাহ্ন

জাতির পিতার অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকুর নির্ধারিত বাসভবনে আজ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, নুরুজ্জামান বিশ্বাস, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও নাদিরা ইয়াসমিন জলি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদে জাতীয় চার নেতার অবদানকে স্মরণ করে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় এই চার নেতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁদের অসাধারণ নেতৃত্ব না থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে হয়ত আরও দীর্ঘ সময় যুদ্ধ করতে হত, আরও অনেক বীর মুক্তিযোদ্ধাকে জীবন ও ইজ্জত দিতে হতে।

তিনি আরও বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যার পর জাতীয় ৪ নেতাকে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদারের বংশধররা প্রমাণ করে যে এই হত্যাকাণ্ড আসলে কোন পরিবারের বিরুদ্ধে নয়, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরা আসলে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। জাতির পিতাকে ভালোবেসে ও জাতির জন্য তারা তাঁদের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন।  জাতীয় চার নেতার এই আত্মত্যাগকে সবসময় স্মরণে রেখে তাঁদের জন্য শ্রদ্ধা প্রদর্শন ও দোয়া করা আমাদের কর্তব্য।

দোয়া মাহফিলে ডেপুটি স্পীকারের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর