
মুক্তিযুদ্ধকালে মহেশখালী থানার শান্তি কমিটির চেয়ারম্যান কক্সবাজার মহেশখালীর মাওলানা জকরিয়া সিকদার মারা গেছেন। তিনি যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের মামলায় আত্মগোপনে ছিলেন।
শুক্রবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ১০০ বছর।
যুদ্ধাপরাধী মৌলভী জকারিয়া সিকদার মহেশখালী পৌরসভার মেয়র মুকছুদ মিয়ার বাবা তালিকাভুক্ত আরেক যুদ্ধাপরাধী হাসেম সিকদারের ছোট ভাই।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৫ সালের ২২ মে মাওলানা জকরিয়া সিকদারসহ ১৬ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। পরে এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩ আসামি মৌলভী শামসুদ্দোহা, জিনাত আলী ও সাবেক এমপি মোহাম্মদ আবদুর রশিদ মারা যান।
অন্যদিকে শান্তি কমিটির চেয়ারম্যান মাওলানা জকরিয়া সিকদারসহ বাকি ১২ জন পলাতক ছিলেন। একাত্তরে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তকরণসহ ১৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। প্রধান যুদ্ধাপরাধী হিসেবে মাওলানা জকরিয়াকে গ্রেপ্তারে নানাভাবে তৎপরতা চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ ছিলো পরিবারের সদস্য প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে আত্মগোপনে থাকেন তিনি।