বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার পঠিত
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ অপরাহ্ন

আগামি ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষদিন। আজ সকালে সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একই মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারার মোঃ জাহাঙ্গীর আলম, ৬ জন স্বতন্ত্রসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)। মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালিব নিশ্চিত করেছেন।

এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী বিগত ছয়মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বও ও পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইভিএম এ আগামি ১২ অক্টোবর উপ-নির্বাচন হবে।

মনোনয়নপত্র জমা দিয়ে মাহমুদ হাসান রিপন বলেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন মোট ১০ জন। কিন্তু গত ১০ সেপ্টেম্বর মাহমুদ হাসান রিপনকে দলীয় মনোনয়ন দেন দলের মনোনয়ন বোর্ড ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ১৬ বছর ফজলে রাব্বী বেঁচে থাকতে প্রতিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়েও দলকে চাঙ্গা রেখেছেন। এসময়ের কাজ ও তৃণমুল নেতাকর্মীদের মুল্যায়ন বিবেচনায় উপ-নির্বাচনে দল তাকে মুল্যায়ন করেছে। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ এবং দুই উপজেলার নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিবেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর