সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুন, ২০২২, ৬:৫৮ অপরাহ্ন

একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কর্মজীবী মহিলা হোস্টেলগুলোর বর্তমান কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব বাজেটে স্থানান্তরিত যে সমস্ত পদ নিয়োগ বিধিতে নেই সে সমস্ত পদ বিদ্যমান নিয়োগ বিধিতে সংশোধিত আকারে অন্তর্ভুক্ত করে নিয়োগ বিধি ও খসড়া অর্গানোগ্রাম প্রস্তুতকরতঃ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পূর্বে পরিচালিত “আমার বাড়ি আমার ফুল বাগান” শীর্ষক কর্মসূচিতে সদ্য বিবাহিত দম্পতিদের আদলে চাকুরিজীবী দম্পতিদের জন্যও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়।

নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিকারী (আইজিএ) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত নারীদের জীবনযাত্রার মান উন্নত কিনা, প্রশিক্ষণ কাজে লাগিয়ে কি পরিমান অর্থ উপার্জনে তারা সক্ষম হয়েছেন এবং প্রকল্প শেষ হওয়ার আগে ওসঢ়ধপঃ অহধষুংরং এর সর্বশেষ তথ্য জানানোর জন্য পুনরায় সুপারিশ করা হয়।

মহিলা অধিদপ্তরের আওতায় ঢাকাসহ সারা বাংলাদেশে মোট ০৮(আট)টি কর্মজীবী মহিলা হোস্টেলের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, জাতীয় মহিলা সংস্থা পরিচালিত শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোস্টেলের আয় হতে সকল প্রকার ব্যয় বহন করা হচ্ছে বিধায় কমিটি সন্তোষ প্রকাশ এবং শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহের মেয়াদ শেষ হওয়ার আগেই পুনরায় মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কমিটি পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর