
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় এর ৭৫বছর পূর্তি উৎসবের লোগো উন্মোচন করা হলো আনুষ্ঠানিকভাবে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই লোগো উন্মোচন পর্ব সম্পন্ন হয়। উৎসব আয়োজন কমিটির আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র অধ্যাপক কিরণময় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, যুগ্ম আহবায়ক প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াসিউল হাবীব সিটু, রেজিষ্ট্রেশন উপকমিটির আহবায়ক গোলাম রব্বানী, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক আনিছুজ্জামান দুলু, প্রচার উপকমিটির আহবায়ক আব্দুর রউফ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উৎসব আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক কিরণময় বর্মন ও সদস্য সচিব মোঃ ওয়াসিউল হাবীব আনুষ্ঠানিকভাবে উৎসবের লোগো উন্মোচন করেন। এসময় শিক্ষার্থীদের মুহুর্মূহু করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
উল্লেখ্য আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৩ দুইদিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ঈদ-উল-আযহা’র পরের দিন।