মোঃ আব্দুল আজিজ সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ীতে গন জাগরনের কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সরিষাবাড়ী আর ডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী গণের সমন্বয়ে নজরুল সঙ্গীতের নাচ ও গানের তালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবাই কে মুগ্ধ করে তোলে।