বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২, ৯:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৬ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের পৌরপার্কের সামনে এই কর্মসূচি পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. লতিফুর রহমান সরকার, সহযোগি অধ্যাপক ড. এ. কে. এম. কনক পারভেজ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো. তানজিবুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এ কে এম কৌশিক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আমেনা আক্তার, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ ও শিক্ষার্থী মনজুরুল ইসলাম শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনা দেওয়া হচ্ছে। এই জেলায় একটিও বিশ্ববিদ্যালয়সহ উন্নত শিক্ষার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানই নেই। ফলে এ জেলার শিক্ষার্থীদের দূরের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিসহ বিভিন্নভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে। এ জন্য বক্তারা গাইবান্ধায় অতিদ্রত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনার দাবি জানান সরকারের কাছে।
এর আগে বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাব মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে সাবেক বর্তমান ও নবীনদের মিলনমেলা উপলক্ষে পুনর্মিলনী ও ঈদ আড্ডা অনুষ্ঠান সম্পন্ন হয়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর