
স্টাফ রিপোর্টার: খ্রিষ্টিয় বর্ষের প্রথমদিনে গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন (জিপিএ) উইন্টার ফটোওয়াক ২০২২ এর আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচিতে সদস্য ফটোগ্রাফাররা অংশ গ্রহণ করেন।
শনিবার সকালে গাইবান্ধা পৌর শহীদ মিনারে একত্রিত হয়ে ফটোগ্রাফাররা ফুলছড়ির বালাসীঘাটে গিয়ে ফটোওয়ার্কে অংশ নেন। পরে সেখানে ফটোগ্রাফির উপর সংক্ষিপ্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা করেন সংগঠনের সভাপতি কুদ্দুস আলম ও সাধারণ সম্পাদক শিপলু কুমার মোদক। সন্ধ্যায় বিজয়ী ফটোগ্রাফারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি খ্রিষ্টিয় নববর্ষের প্রথমদিনে এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন (জিপিএ)।