খোঁজ খবর প্রতিবেদক: প্রতিবন্ধীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। জনগণ যেন উপকার পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে সাংবাদিকদের। প্রতিবন্ধিতা বিষয়ক মানসম্পন্ন ও তথ্যবহুল সংবাদ নির্মানে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করে কথা বলেন তিনি।
বাংলাদেশে মানবাধিকার সাংবাদিক ফোরাম আ্যকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং ডিএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ প্রেসিডেন্ট সাংবাদিক এনামুল কবীর রূপম।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট মোল্লা হেড অফ প্রোগ্রাম লিটন বারুরী প্রকল্প সমন্বয়কারী তসলিম জাহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল বক্তব্য রাখেন।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন প্রতিবন্ধীরা যেসব দাবি উত্থাপন করছে তার সবগুলো দাবি যৌক্তিক তাই সবসময় তাদের পাশে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থাকতে হবে।