সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবি শিক্ষার্থী নাসিম হুদাকে প্রান্তিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৫৩ Time View

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী নাসিম হুদার চিকাৎসার জন্য প্রান্তিক ফাউন্ডেশন সহায়তা প্রদান করেছে। নাসিম হুদা দীর্ঘদিন ধরে মেরুদন্ড টিউমারজনিত সমস্যায় ভুগছেন। ইতোপূর্বে ডাক্তার তার দুই বার অস্ত্রপচার করেন। কিন্তু নতুন করে একই জায়গায় পুনরায় টিউমার হওয়ায় তার জরুরি ভিত্তিতে অস্ত্রপচার করা দরকার।

নাসিম হুদার পারিবারিক সূত্রে জানা গেছে তার চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৫-৬ লাখ টাকা ব্যয় হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য আরও ৭-৮ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় আজ ৯ নভেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার প্রান্তিক ফাউন্ডেশন তার চিকিৎসার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাকরামেন্টো শহর সংলগ্ন প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহায়তায় এই অনুদান দেওয়া হয়। প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক রফিউল আজম নিশার খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরস্থ গুড হেলথ হাসপাতালের প্রধান নির্বাহী ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য মোঃ জাহিদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ও প্রান্তিক সদস্য মাসুদ-উল-হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফেরদৌস হোসেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকিউর রহমান মারুফ, নাসিম হুদা এবং তার শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রান্তিক ফাউন্ডেশন প্রধান বলেন, ‘ছেলেকে আল্লাহর হাতে তুলে দিয়েছি’ গণমাধ্যমে নাসিম হুদার মায়ের এই বক্তব্য আমাদের হৃদয় আলোড়িত করেছে এবং অনুদান প্রদানে অনুপ্রাণিত করেছে। অনুদান তহবিলে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সুধিজন এবং প্রান্তিক ফাউন্ডেশন প্রত্যাশা করে সমাজের হৃদয়বান মানুষ নাসিম হুদার উন্নত চিকিৎসার জন্য পাশে দাঁড়াবেন।

উল্লেখ্য যে, প্রান্তিক ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সহায়তা করে আসছে। এছাড়া করোনাকালে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কর্মসূচি, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক ও খাদ্য সহায়তা, বন্যা দুর্গতদের খাদ্য ও জীবিকা উন্নয়নে সহায়তা, রোজাদারদের ঈদ আপ্যায়নসহ সাহরী ও ইফতারের জন্য খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য সহায়তা, ট্রান্স জেন্ডারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা-সামগ্রী ও আর্থিক সহায়তা এবং ঘূর্ণিঝড় আমপান পরবর্তী বিবিধ কর্মসূচি পালন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন দাবিতে ইউএনও অফিসে তালা দিলো জনতা

বেরোবি শিক্ষার্থী নাসিম হুদাকে প্রান্তিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

Update Time : ০৩:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী নাসিম হুদার চিকাৎসার জন্য প্রান্তিক ফাউন্ডেশন সহায়তা প্রদান করেছে। নাসিম হুদা দীর্ঘদিন ধরে মেরুদন্ড টিউমারজনিত সমস্যায় ভুগছেন। ইতোপূর্বে ডাক্তার তার দুই বার অস্ত্রপচার করেন। কিন্তু নতুন করে একই জায়গায় পুনরায় টিউমার হওয়ায় তার জরুরি ভিত্তিতে অস্ত্রপচার করা দরকার।

নাসিম হুদার পারিবারিক সূত্রে জানা গেছে তার চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৫-৬ লাখ টাকা ব্যয় হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য আরও ৭-৮ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় আজ ৯ নভেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার প্রান্তিক ফাউন্ডেশন তার চিকিৎসার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাকরামেন্টো শহর সংলগ্ন প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহায়তায় এই অনুদান দেওয়া হয়। প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক রফিউল আজম নিশার খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরস্থ গুড হেলথ হাসপাতালের প্রধান নির্বাহী ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য মোঃ জাহিদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ও প্রান্তিক সদস্য মাসুদ-উল-হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফেরদৌস হোসেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকিউর রহমান মারুফ, নাসিম হুদা এবং তার শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রান্তিক ফাউন্ডেশন প্রধান বলেন, ‘ছেলেকে আল্লাহর হাতে তুলে দিয়েছি’ গণমাধ্যমে নাসিম হুদার মায়ের এই বক্তব্য আমাদের হৃদয় আলোড়িত করেছে এবং অনুদান প্রদানে অনুপ্রাণিত করেছে। অনুদান তহবিলে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সুধিজন এবং প্রান্তিক ফাউন্ডেশন প্রত্যাশা করে সমাজের হৃদয়বান মানুষ নাসিম হুদার উন্নত চিকিৎসার জন্য পাশে দাঁড়াবেন।

উল্লেখ্য যে, প্রান্তিক ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সহায়তা করে আসছে। এছাড়া করোনাকালে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কর্মসূচি, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক ও খাদ্য সহায়তা, বন্যা দুর্গতদের খাদ্য ও জীবিকা উন্নয়নে সহায়তা, রোজাদারদের ঈদ আপ্যায়নসহ সাহরী ও ইফতারের জন্য খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য সহায়তা, ট্রান্স জেন্ডারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা-সামগ্রী ও আর্থিক সহায়তা এবং ঘূর্ণিঝড় আমপান পরবর্তী বিবিধ কর্মসূচি পালন করেছে।