রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বাসের নতুন ভাড়ার চার্ট দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক / ৮৬ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১১:৪৫ অপরাহ্ন

দেশে বাসের বর্ধিত ভাড়ার তালিকা বা চার্ট নিয়ে দিনভর ভোগান্তির অভিযোগের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলেছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে নতুন ভাড়ার চার্ট দেয়া হবে।

বিআরটিএ চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেছেন, বাসের বর্ধিত ভাড়ার চার্ট আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বাসে এবং টার্মিনালের কাউন্টারগুলোতে থাকবে। খবর বিবিসি বাংলার।

ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ ব্যাখ্যা করে নূর আহমেদ মজুমদার বলেছেন, রবিবার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

সোমবার তারা বাস ভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করেছেন। তিনি বলেন, ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে। তারা অভিযোগ করেছেন, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে।

ঢাকার মহাখালী এবং ফার্মগেট এলাকায় অনেক যাত্রী অভিযোগ করেছেন, মিরপুর থেকে গুলিস্তান বা মতিঝিলের ভাড়া এখন ৩৫ টাকা নেয়া হচ্ছে, যা আগে ছিল ২৫ টাকা। আর অল্প দূরত্বের রুটগুলোতে দশ টাকার ভাড়া পনেরো টাকা বা পনেরো টাকার ভাড়া বিশ টাকাএভাবে অনেক বেশি ভাড়া নেয়া হচ্ছে।

ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের একাধিক চাকুরিজীবি জানান, প্রতিদিনই মিরপুর থেকে মতিঝিল যেতে হয়, তারা বলেন, ‘ভাড়া বেড়ে যাওয়ায় সংসারের খরচও এখন অনেক বেড়ে গেল।

বাসের চালকরা বলেছেন, তারা বাস ভাড়ার তালিকা পাননি। সেজন্য মালিকরা যেভাবে বর্ধিত ভাড়া নিতে বলেছেন, সেভাবে তারা ভাড়া নিচ্ছেন।

বিআরটিএ চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার বলেছেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

কোনো বাসে বেশি ভাড়া নেয়া হচ্ছে তা ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে,’ বলেন তিনি।

বাসের ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে বড় অভিযোগ উঠেছে যে, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু সিএনজিচালিত বাসেও বেশি ভাড়া নেয়া হচ্ছে।

যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী একটি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঢাকার ৯৫ শতাংশ বাস সিএনজিচালিত।

তবে নিয়ে বিআরটিএ কাছে কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। যদিও বিআরটিএ চেয়ারম্যান বলেছেন, সিএনজিচালিত বাসে ভাড়া বাড়ানো হলে তারা কঠোর ব্যবস্থা নেবেন।

তিনি উল্লেখ করেছেন, স্টিকার দিয়ে সিএনজিচালিত বাস চিহ্নিত করা হবে, যাতে যাত্রীরা বুঝতে পারেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর