পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে শিয়াল ধরা বৈদ্যুতিক ফাদে পড়ে সোমবার সকালে সেকেন্দার আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে। নিহত সেকেন্দার আলী ওই গ্রামের মৃত ছাদেক আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, ধানের ক্ষতি করায় নিজ বাড়ীর পাশে জমিতে প্রতিদিনের ন্যায় বৈদ্যুতিক লাইন দিয়ে শিয়াল মারা ফাঁদ পাতেন মোজার ছেলে সাজাদুল ও শাহ আলমের ছেলে শাওন।
সোমবার সকালে সেকেন্দার জমি দেখতে গেলে অজানাবশত: ওই ফাঁদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বিষয়টি নিশ্চিত করেন। পরে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে সারাদিন দেন দরবার চলে। খবর পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় কাশিয়াবাড়ী গ্রামে গিয়ে সেকেন্দার আলীর মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ওসি মাসুদ রানা জানান, সেকেন্দার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।