সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

সাতক্ষীরায় মহাবিপন্ন প্রাণিসহ মোট ৪৯টি বন্য প্রাণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় লাইসেন্সবিহীন একটি ছোট চিড়িয়াখানা থেকে মহাবিপন্ন প্রাণিসহ মোট ৪৯টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এই চিড়িয়াখানা থেকে ঢাকার বন্য প্রাণি অপরাধ দমন ইউনিট, খুলনার বন্য প্রাণি ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগ, খুলনা অঞ্চল বন্য প্রাণিগুলো উদ্ধার করে।

উদ্ধার করা বন্য প্রাণিগুলোর মধ্যে রয়েছেতিনটি বানর, একটি দাগি রাজহাঁস, একটি খয়রা চখাচখি, একটি গুইসাপ, একটি অজগর, একটি মদনটাক, একটি ভুতুম প্যাঁচা, ১৭টি পাতি সরালি, একটি লোনা পানির কুমির, তিনটি চিত্রা হরিণ, একটি ম্যাকাও, একটি ময়ূর, একটি শিয়াল, একটি পালাসি ইগল, তিনটি তিলা ঘুঘু, একটি ধুপনী বক, একটি ভুবনচিল, একটি বাজপাখি, একটি উল্লুক, একটি লালচে হনুমান, দুটি শজারুসহ মোট ৪৯টি বন্য প্রাণি

জানা যায়, এই বন্য প্রাণিগুলো সাতক্ষীরা সদরের মন্টু মিয়ার বাগানবাড়ি মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা হয়। চিড়িয়াখানাটির লাইসেন্স নেই।

আন্তর্জাতিক প্রকৃতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী উল্লুক, লোনা পানির কুমির, মদনটাক, দাগি রাজহাঁস, খয়রা চখাচখি, শজারু পালাসি ইগল মহাবিপন্ন প্রাণি।

মন্টু মিয়ার কথিত চিড়িয়াখানার ব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, ‘এগুলো আমাদের চিড়িয়াখানায় ছিল। আমরা চিড়িয়াখানার লাইসেন্সের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের লাইসেন্স দেওয়া হয়নি। ২০০৪০৫ সালের দিকে ঢাকার বিভিন্ন মাধ্যমে এই বন্য প্রাণিগুলো এখানে আনা হয়েছিল। লাইসেন্স না পাওয়ায় এগুলো আমরা হস্তান্তর করেছি।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, ‘২০০৯ সালে এই বন্য প্রাণিগুলো একবার জিম্মায় নেওয়া হয়েছিল। তারা (মন্টু মিয়া) লাইসেন্স পাওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু পায়নি। অবস্থায় বন্য প্রাণিগুলো নিয়ে যাওয়া হলো।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর