সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

পদ্মায় মিলল ৩৮ কেজির বাগাড়

নিজস্ব প্রতিবেদক / ৭২ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৫:২৭ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পদ্মায় মো. নুরুজ্জামান নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছ। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার পবা উপজেলার চর খিদিরপুর এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে এ মাছ। পরে মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩৫ হাজার টাকায়। রাতেই সেটি ঢাকায় মাছের আড়তে পাঠানো হয়।

জানা গেছে, নৌকায় জাল নিয়ে নিয়মিত পদ্মা নদী থেকে মাছ আহরণ করতেন জেলে নুরুজ্জামান। সঙ্গে আরো কয়েকজন থাকতেন। তবে প্রায় ১৩ দিন বড় কোনো মাছ পাননি পদ্মায়। বুধবারও চেষ্টা করছিলেন মাছ ধরার। সবশেষ এদিন সন্ধ্যায় বড় মাছ ধরা পড়ে তাদের জালে, তাও সেটি ৩৮ কেজি ওজনের বাগাড়। মাছটি জালে আটকা পড়ার পর ১৫ জনের প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় নৌকায় তোলা সম্ভব হয়। নৌকাতেই ওজন করা হয় ওই মাছ এবং জেলেরা সেটি ঢাকায় বড় মাছের আড়তে বিক্রি করার পরামর্শ দিলে নুরুজ্জামান তাতে রাজি হন।

এ ব্যাপারে জেলে মো. নুরুজ্জামান বলেন, প্রায় ১২ বছর আগে সর্বোচ্চ ১১০ কেজি ওজনের একটি বাগাড় মাছ পেয়েছিলাম পদ্মায়। তবে ২০-২৫ কেজি ওজনের মাছ বেশ কয়েকবার পেয়েছি। কিন্ত অনেকদিন থেকে ধরতে পারিনি বড় মাছ। নৌকায় জাল নিয়ে চেষ্টা করেও সবশেষ একটানা ১৩ দিন ফিরতে হয়েছে খালি হাতে।
তিনি জানান, প্রায় দু‘সপ্তাহ চেষ্টার পর বড় বাগাড় মাছ পেয়ে বেশ ভাল লাগছে। মাছটি ঢাকায় বড় আড়তে পাঠানো হয়েছে ৯০০ টাকা কেজি দরে। স্থানীয় আড়তদার আব্দুর রাজ্জাক সহযোগিতা করেছেন মাছটির বিষয়ে যোগাযোগ করে যথাসময়ে বিক্রি করতে। তবে মাছের দাম তুলনামূলক কম। বাজার উর্ধ্বমুখী হলে মাছটিতে আরো বেশি দাম যাওয়া যেত।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর