
খোঁজ খবর রিপোর্ট: গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে আজ রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯ টা ২২ মিনিটে প্রায় ৫ থেকে ৭ সেকেন্ড স্থায়ী ভুমিকম্পে মানুষ আতংকিত হয়ে পড়ে। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ঝাকুনি দিয়ে উঠে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৪০৯ কিমি দূরে ভারতের সিকিমে। এসময় সাধারণ মানুষ উঁচু ভবন ও ঘর থেকে আতঙ্কে বেরিয়ে আসেন। ক্ষনস্থায়ী মৃতু ভুমিকম্পে অনেকেই বুঝে ওঠার আগেই থেমে যায়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।