
সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ট্রাক্টর (কাকড়া) উল্টে মতিন নামের একজন ট্রাক্টরচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সাঘাটা উপজেলার ভাঙ্গা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মতিন (২৫) গাইবান্ধাা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর (মাঠপাড়া) গ্রামের ছকু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মতিন আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বাদিয়াখালী থেকে ইট বোঝাই ট্রাক্টর চালিয়ে ভরতখালির দিকে যাচ্ছিলেন। ভরতখালী ভাঙ্গা মোড় নামক স্থানে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নীচে চাপা পড়ে চালক মতিন মারা যায়।
সাঘাটা থানার ওসি মোঃ বেলাল হোসেন দুর্টঘনায় ট্রাক্টর চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।