রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গোবিন্দগঞ্জে বন্ধঘোষিত ছয় চিনিকল চালুর দাবীতে বিক্ষোভ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় আখচাষী ও শ্রমিক-কর্মচারীসহ দুই সহ¯্রাধিক মানুষের অংশগ্রহনে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ উপজেলা শহর প্রদক্ষিণ করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আধঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে শহরের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এলে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লা, রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা,সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো চিনিশিল্প সংস্থাকে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেনা। সংস্থার বর্তমান চেয়ারম্যানসহ বেসরকারি চিনিকলের দালাল এই আমলাদের কথা শুনে সরকার চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে সরে না আসলে রাজপথ-রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে রংপুর চিনিকলসহ মাড়াই বন্ধঘোষিত ছয়টি চিনিকল চালু করার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে প্রদান করা হয় ।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর