
বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের বিলাসবহুল আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে সবধরনের কোরবানি পশুর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকাতে এই ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। জাপান গার্ডেন সিটিতে প্রতিবছর কোরবানির সময় অন্তত ৮০০ পশু কোরবানি হয়ে থাকে। এই কুরবানীকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে কসাইসহ প্রায় পাঁচ হাজার মানুষ দিনভর ভেতরে অবস্থান করে। এদের মধ্যে কারা কারা করোনা সংক্রমিত তা শনাক্ত করা সম্ভব হবেনা। এই কারনে এ সিদ্ধান্ত বলছেন কল্যাণ সমিতি কর্মকর্তারা।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাপান গার্ডেন সিটির সর্বস্তরের বাসিন্দারা। জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেছেন সংক্রমণ ঠেকাতে এবং বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এর কোনো বিকল্প ছিল না। তবে যারা কুরবানী করতে চান তারা বাইরে অন্য কোথাও বিকল্প ব্যবস্থায় কোরবানিতে অংশ নিতে পারবেন। জাপান গার্ডেন সিটির বাসিন্দা ওবায়দুর রহমান বলেন এটি সময়োচিত সিদ্ধান্ত হয়েছে। এজন্য মালিক কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই।
আরেক ভবনের বাসিন্দা মাহমুদুল ইসলাম বলেন এমনিতেই জাপান গার্ডেন সিটি করোনা ঝুঁকিমুক্ত নয। তার মধ্যে কোরবানির পশুর অবাধ আগমনের সুযোগ দিলে যেকোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে । এ কারণে মালিক সমিতির সিদ্ধান্তটি যথাযথ হয়েছে। অন্য এক ভবনের বাসিন্দা রফিকুন নাহার বলেন যেহেতু জাপান গার্ডেন সিটি একটি সংরক্ষিত এলাকার আদলে পরিচালিত হয় সেজন্য আমরা সব সময় চেয়েছি জাপান গার্ডেন সিটির ভিতরে যাতে কোনভাবেই করোনা সংক্রমণ ছড়াতে না পারে। তারপরেও দু একটি ফ্ল্যাটে বাসিন্দা সংক্রমিত হয়েছে। আর যাতে কেউ সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ কারণে সময়োচিত পদক্ষেপ নেয়ায় এক মালিক কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান তিনি।