শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২:৩১ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউপির কুরমা চা বাগানে চুরির অপবাদ দিয়ে ১২ ও ১৩ বছরের দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।  

স্থানীয় ও নির্যাতিতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চুরির অপবাদ দিয়ে মামুন নামে বাগানের এক কর্মচারী দুই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে তাদের সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে পিছনে হাত নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এক কিশোরের মা জানান, ইউপি সদস্য দীপেন সাহা সামনে থেকে তাদের পিটিয়েছেন।

সঙ্গে ছিল চা বাগান পঞ্চায়েতের সভাপতি নারদ পাশি, শাহাদত হোসেন, সাদেকসহ অনেকে। বিকাল ৩টায় ছেলেদের অভিবাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকাল ৪টায় কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তারা থানায় মামলা দায়ের করবেন।

এ বিষয়ে ইউপি সদস্য দীপেন সাহা বলেন, ছেলেদের বেঁধে রাখা হয়েছিল। তবে নির্যাতন করা হয়নি, কয়েকটি চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পরে বিকাল ৩টার পর অভিবাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, মোবাইল চুরির জন্য তাদের আটকানো হয়েছিল, তবে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান জানান, তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর