হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নয় বছরের শিশুকে শ্লীলতাহানির ঘটনায় হোসেন আলী (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকালে তার নিজ বাড়ী থেকে আটক করা হয় ।
ঘোড়াঘাট থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, সেখানে উল্লেখ করেন গত বৃহস্পতিবার বিকেলে শিশুটি প্রতিবেশি হোসেনের বাড়ীতে তার ছোট শিশুর সঙ্গে খেলা করছিলো এসময় শিশুটিকে একা পেয়ে তার শরিরের স্পর্সকাতর জায়গাতে হাত দিয়ে শ্লীলতাহানি করে ।
পরে অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক হোসেন আলী ঘোড়াঘাট উপজেলা সদর থানার পশ্চিম নয়াপাড়ার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে । আটককৃত ব্যক্তিকে মামলা দায়ের র্পূবক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে ।