দিনাজপুর প্রতিনিধিঃ করোনা দুর্যোগের ফলে রংপুর বিভাগের কর্মহীন ৪ হাজার পরিবারের মধ্যে জরুরী খাদ্য সহায়তা দিচ্ছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সভাপতি ধর্ম মন্ত্রনালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-এর ডিআইজি, মোঃ আবু কালাম সিদ্দিকীর নিদের্শনায় রংপুর বিভাগের ৮টি জেলায় এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার ৪ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিরল উপজেলার কাশিডাঙ্গাসহ বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি দিনাজপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মালেক বাদশা, বিরল উপলজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিরল থানার ওসি মোঃ নাসিম হাবিব, সমিতির সদস্য কাইফ ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার কাহারোল উপজেলার কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির মতো এই মহা দুর্যোগে রংপুর বিভাগের মানুষের দুর্ভোগ লাঘবে সমিতির পক্ষ যথাযাধ্য চেষ্টা করা হবে। তিনি এই মহাদুর্যোগে কর্মহীন মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।