বগুড়া প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বগুড়ায় অসহায় ও দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক সজীব সাহা।
শুক্রবার সকালে বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় বগুড়া পৌর এলাকার ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
প্রতিটি পরিবারের জন্য চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি ও নগদ ১০০ টাকা করে বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে পৌর এলাকার পাড়া-মহল্লা গুলোর অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে ছাত্রনেতা সজীব সাহা জানিয়েছেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে পৌর ছাত্রলীগের আরিফ, সাগর, রানা, পাপ্পু, মোহন, সবুজ, ফজলে রাব্বি, আলামিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।