
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কঠর নজরদারীতে রেখেছে উপজেলা প্রসাশন। উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রসাশনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রসাশন সূত্রে জানা গেছে, গত সপ্তাহের চাইতে চলতি সপ্তাহে আরো বেশ কিছু বিদেশ ফেরত ব্যাক্তিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতি মধ্যে এর সংখ্যা ৭ জন থেকে প্রায় ১৫ জনে ঠেকেছে। এর মধ্যে অনেকেই শুক্রবার জুমার নামাজে এবং বিভিন্ন বাজার ও চা-স্টলে ঘোড়া ফেরা করতে থাকলে স্থানীয়রা ভাইরাস ছড়িয়ে পরার আশংকা করেন। খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিতে বাড়ী বাড়ী ছুটে যান। এ সময় হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে অবস্থান করতে অনুরোধ করেন। এছাড়া আতংকিত না হয়ে ভাইরাস বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি করতে লোকজনদের প্রতি আহ্বান জানান। একই সাথে কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী দেয়া হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কঠর নজরদারী করতে এবং সার্বিক সহযোগিতার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
রাণীনগর পশ্চিম বালুভরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই কক্ষ বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন।