
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় চার মাসের শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে দু’জন নারী দু’জন পুরুষ। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা প্রাইভেট কারযোগে( ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) একটি বিয়ের দাওয়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনার স্বীকার হয়।
নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাবেব আলী ওরফে আক্কাস(৪০) স্ত্রী হাসনারা বেগম(৩৫), চার মাসের শিশু আদিব আল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০) এবং মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে কাদিপুর এলাকায় এসে কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত শিশু ও নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।