খোঁজ খবর রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় পাইকপাড়া গ্রাম থেকে আজ সকালে ইদ্রিস আলী(৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইদ্রিস আলী ভেলারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত মনির উদ্দিন ওরফে মনিয়ার ছেলে।
নিহতের ছেলে সবুজ মিয়া জানান, আমার বাবা (ইদ্রিস আলী) একজন কৃষক। প্রতিদিনের মত গতকাল রোববার রাত ৯টার দিকে এক সঙ্গে বাবার সাথে আমরা ভাত খাওয়া-দাওয়া শেষ করে শুয়ে পরি। রাত ১০টার দিকে বাবা অজ্ঞাত মোবাইল পেয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি।
আজ সোমবার ভোরে ভেলারায় পাইকপাড়া গ্রামে আয়নুল-ময়নুলের বাড়ির পাশে স্যালো মেশিনঘর সংলগ্ন বাঁশঝাড়ের কাছে গলায় মাফলার প্যাচানো অবস্থায় ইদ্রিস আলীর লাশ পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে খবর দেয় স্থানীয়রা। নিহতের পরিবারের লোকজন এসে ইদ্রিস আলীকে সনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানায় খবর দেয়া হলে থানা থেকে পুলিশ এসে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে। পুলিশ নিহত ইদ্রিস আলী পকেট থেকে তার ব্যবহৃত মেবাইল ফোন, গায়ের জ্যাকেট, মাফলারসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। নিহতের পরিবারের দাবি নিহত ইদ্রিস আলীর মোবাইল ফোনের কললিষ্ট চেক করলেই ঘাতকদের সনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে কয়েকজন লোকের সাথে মাঝিপাড়া(হিন্দু ধর্মালম্বিদের অষ্টপ্রহর অনুষ্ঠান স্থল) এলাকায় তাকে দেখা যায়। সকালে ইদ্রিস আলীর লাশ পড়ে থাকার খবর শুনে শত শত মানুষ তাকে দেখতে আসে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহরিয়ার বলেন, ইদ্রিস আলীর স্বাভাবিক মৃত্যু মনে না হওয়ায় মৃত্যুর কারণ জানতে তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ খবর লেখার সময় বিকেল সাড়ে ৩টায় নিহতের ময়না তদন্ত চলছিল।