
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় দুটি চোরাই গরুসহ আন্ত:জেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মান্দা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করে। এসময় গরু বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম শহীদ জানান, শনিবার রাতে জেলার পোরশা উপজেলার বিব্রভাগ গ্রামের আফসার আলীর গোয়ালঘরে সিঁদ কেটে দুটি গাভী চুরি করে আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা। এরপর চোরাই গরু দুটি একটি ট্রাকে তুলে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় তারা।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরু উদ্ধারে মান্দা ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়া হয়। বিকেলে ফেরিঘাট এলাকা অতিক্রম করার সময় গরু বহনকারী ট্রাকসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার বরুণকান্দি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আসলাম হোসেন (৬০), পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের মৃত ছালেম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩৬), মান্দা উপজেলার শালদহ গ্রামের আব্দুস সামাদের ছেলে শামীম হোসেন (২৬), ট্রাকচালক মান্দা উপজেলার চকভোলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (২৮) ও চালকের সহকারি নলতৈড় গ্রামের প্রসাদের ছেলে জনি মন্ডল (২৫)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।