খোঁজ খবর রিপোর্ট: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, দেশের সংস্কৃতি-কৃষ্টি সব কিছুর সঙ্গেই মাতৃভাষা জড়িত, একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় বাংলা ভাষার প্রতি জনগণের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, অন্যভাষা শেখার প্রয়োজনীয়তা আছে কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। ভাষার প্রতি বাংলা ভাষাভাসীদের দরদ দেশের মধ্যে সীমাবদ্ধ নেই একুশে ফেব্রæয়ারী বাংলা ভাষার জন্য যাদের জীবন দেওয়া জাতির সূর্য্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে দেশ বিদেশও ব্যাপক ভাবে দিনটি উৎযাপিত হচ্ছে।
তিনি বলেন, দেশের মাটিতে এসে থেকে যারা শুদ্ধ ভাবে বাংলা বলতে পারে না তারা অসহায়, তাদের প্রতি করুনা হয়। সরকার বাংলা ভাষাকে সম্প্রসারনের জন্য নানা মুখী উদ্যোগ গ্রহন করেছে খুব শীঘ্রই এর সুফল পাওয়া যাবে। গতকাল সন্ধ্যায় গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ভাষা শহিদদের স্মরণে এক আলোচনা সভা, পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন। জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র শাহ মাসুদ জাঙ্গাগীর কবির মিলন,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর কবির সহ আ.লীগ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে হুইপ, একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শিশুদের সুন্দর বাংলা হাতের লেখা, চিত্রাংকন, ভাষার গান, মাতৃভাষার উপর রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরুস্কার বিতরণ করেন।