
খোঁজ খবর রিপোর্ট: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলি মেরামত না হওয়ায় গত বছর গাইবান্ধা জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের দুর্ভোগের কথা ভেবে গাইবান্ধাকে বন্যা মুক্ত করতে এ বছর বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো মেরামত ও পুনরাকৃতি করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। তিনি আরও বলেন, এই কাজ যথা সময়ে বাস্তাবায়নের পাশাপাশি মান নিয়ন্ত্রণে কোন ছাড় দেওয়া হবে না।
তিনি আজ “ঘাঘট নদীর বন্যা প্লাবন হতে গাইবান্ধা শহর ও তৎসংলগ্ন এলাকা রক্ষা এবং ব্রহ্মপুত্র হাত থেকে গাইবান্ধা জেলা রক্ষায় বাগুড়িয়া এলাকায় পৃথক স্থানে তিনটি বাঁধ পুনরাকৃতি কাজের উদ্বোধন কালে এসব কথা বলেন। প্রকল্পের মধ্যে ঘাঘট নদীর ডানতীরে ৫ হাজার ৭৩৫ মিটার ও সদর উপজেলার দশানী এলাকায় বামতীরে ১ হাজার ৫০০ মিটার বাঁধ এবং বাগুড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৫ হাজার ৩৩০ মিটার। এই তিনটি প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারওয়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি জন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব।
উল্লেখ্য ২০১৯ সালে জুলাই মাসে ঘাঘট ও ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধের অন্তত ১৫টি পয়েন্টে ভেঙ্গে গাইবান্ধা জেলা শহরসহ ৭ উপজেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়।