শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর রাণীনগরে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে পুতুল (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের আল আমিন দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পুতুলের দিনমজুর পরিবারকে সহযোগিতা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন উপজেলার পূর্ববালুভরা গ্রামের ওহিদুলের মেয়ে পুতুল রাস্তার এক পাশ থেকে অন্য পাশে মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে আবাদপুকুর থেকে আসা একটি অটোরিক্সার চাকার নিচে পড়ে শিশু পুতুল। এতে পুতুল ঘটনাস্থলে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন পুতুলের পরিবারকে শান্তনা ও আর্থিক সহায়তা হিসেবে ১০হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও পরবর্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস প্রদান করেন নির্বাহী কর্মকর্তা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, নিহত পুতুলের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ প্রদান করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর