
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৫টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে
এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনার শাখার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে,উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে
ধামইরহাট-এ কেন্দ্রে বাংলা ১মপত্র বিষয়ে ৪৩৫ জন শিক্ষার্থী সকলে অংশ গ্রহণ করেন।
ধামইরহাট-বি চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯৪ জনের মধ্যে ৫৯২জন এবং ধামইরহাট বালিকা বিদ্যালয় সি কেন্দ্রে ৫৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অপরদিকে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার কোরআন মাজিদ ও তাসবীদ বিষয়ে ৫০৮ জনের মধ্যে ৪৯০ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। ১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিকে জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল শাখায় বাংলা-২ বিষয়ে পরীক্ষায় ৬৭ জনের মধ্যে ৬৬ জন অংশ গ্রহণ করে। এ ব্যাপারে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা নেয়া হচ্ছে।রেজুুয়ান আলম