পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখায়ে ট্রাক্টরের ধাক্কায় কায়েম মন্ডল নামে ৫০ বছর বয়সী এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে পাঁচবিবি বারকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কায়েম মন্ডল পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের শুকুর আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, কায়েম মন্ডল বাড়ি থেকে সাইকেলে আলু বিক্রির জন্য বেড়াখায় বাজারে যাচ্ছিলেন। পথে বেড়াখায় বাজারে দ্রুতগামী একটি ট্রাক্টর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে কায়েম মন্ডল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।