দিনাজপুর প্রতিনিধিঃ “প্রধানমন্ত্রীর কারনে সাংবাদিকদের কাজে গতি এসেছে” বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক।
আজ শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শিবলী সাদিক বলেন, আগে সাংবাদিকদের সংবাদ পাঠাতে অনেক সময়, শ্রম ব্যয় করতে হতো, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর কারনে সাংবাদিকদের কাজে গতি এসেছে, তারা সেকেন্ডের মধ্যে সংবাদ আদান-প্রদান করতে পারছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন,পৌর মেয়র জামিল হোসেনসহ
দিনাজপুরের সকল উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।