খোঁজ খবর রিপোর্ট: গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মঙ্গলবার নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটি। এ উপলক্ষে ভরতখালির উল্যাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া।
অনুষ্ঠানে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ ৩৫ পরিবারের মাঝে প্রত্যেককে নগদ সাড়ে চার হাজার টাকা, সবজি বীজ, শেল্টার টুল কিট ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহির উদ্দিন জাহাঙ্গীর, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি রেজাউল করিম রেজা, সদস্য মৃদুল মোস্তাফিজ ঝন্টু, রেজাউন্নবী রাজু, সুলতানা ইয়াসমিন ডলি, রেড ক্রিসেন্টের প্রজেক্ট ফিন্যান্স মনিটরিং অফিসার শরিফ মাহমুদ প্রমুখ।