
খোঁজ খবর রিপোর্ট: গাইবান্ধায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্যান্সার সোসাইটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের পদক্ষেপ নাট্য সংস্থায় ৬৫০ জন এবং জুম্মাপাড়ায় মহিলা মাদ্রাসা মাঠে ৬৫০ জন দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এসব বিতরন করেন মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ও ক্যান্সার সোসাইটির সভাপতি সেলিমা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কফিল উদ্দিন, কোষাধক্ষ্য হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক আতিক বাবু, কাজী হারুনুর রশিদ সেলিম, পৌর কাউন্সিলর মোস্তাক আহম্মেদ রঞ্জু, জিয়াউল হক কামাল, রেজাউন্নবী রাজু, মাজেদুর রহমান, ফজলে রাব্বী, মাজেদুর রহমান, জামিল উদ্দিন, আইয়ুব আলী, কাজী হুমায়ুন কবির স্বপন, মমতাজুল করীম, সোহানুর রহমান।