
খোঁজ খবর রিপোর্টঃ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক আধুনিকায়নের শুভ উদ্বোধন, স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দুপুরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএএম আবু হানিফ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আলী আকবর প্রমুখ।
এছাড়া জেলা শিশু একাডেমি গাইবান্ধার উদ্যোগে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, উদীচীর জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম।
অপরদিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা দিবসটি উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা ও অন্তরঙ্গ থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘১৯৭১’ পরিবেশিত হবে।