বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের একজন খলনায়ক-মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ৮:০৬ অপরাহ্ন

বগুড়া প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের একজন খলনায়ক। এই খলনায়কের উত্তরসূরি খালেদা-তারেক মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত হয়েছেন। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি।

শনিবার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মজিবর রহমান মজনুকে সভাপতি এবং রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাবেক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, অধ্যাপক মেরিনা জাহান, হাবিবর রহমান এমপি, সাবেক ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এর আগে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

এর মাধ্যমে সভাপতির দায়িত্ব পাওয়া মজিবর রহমান জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। তিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে রাগেবুল আহসান বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। মোহাম্মদ নাসিম সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জামান নিকেতাকে সহ-সভাপতি, মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় এবং একেএম আসাদুর রহমানকে যুগ্ম সম্পাদক ও মাসুদুর রহমান মিলনকে অর্থ সম্পাদক ঘোষণা করেন। এর মধ্যে মাসুদুর রহমান প্রয়াত নেতা মমতাজ উদ্দিনের ছেলে এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর