বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:০৫ অপরাহ্ন

খোঁজ খবর ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও সিরাজগঞ্জে থানা পুলিশ ও র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকার একটি পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপালদী ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির জানান, খবর পাই ওই পুকুর পাড়ে রাতের শেষ ভাগে একদল সশস্ত্র ডাকাত আশেপাশের কোথাও ডাকাতি করার জন্য জড়ো হয়েছে শুনে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলকে ঘেরাও করে ফেলা হয়। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও যথাক্রমে কায়সার আহাম্মেদ (২২), মো. সাঈদী (২২), ফাহিম (১৯), রুবেল (২৯) ও আকাশ (২৫) নামে ৫ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ৩টি ছুরি, ২টি চাপাতি, একটি বড় ছোরা এবং দুটি মাংকি টুপি উদ্ধার করা হয়। তারা সকলেই আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং উপজেলার চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক শ্রমিক অপহরণের অভিযোগ রয়েছে।

এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার ভোরে সিরাজগঞ্জের সয়দাবাদে র‌্যাবের অভিযানে দুই ডাকাতকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন-সদর উপজেলার পাইকপাড়ার আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৩৭) এবং টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মৃত পাষান আকন্দের ছেলে নজুল ইসলাম (৩৮)। তারা একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পরে তাদের টাঙ্গাইলের ভুঞাপুর ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর