
খোঁজ খবর ডেস্ক: গাইবান্ধা জেলা জজ কোর্টের অবসরপ্রাপ্ত জারীকারক সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের রথবাজার গ্রামের বাসিন্দা মধুসূদন দাস (৬৪) গত বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমণ করেছেন (দিব্যান… গচ্ছতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ওইদিন রাতে খোলাহাটী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বদলখালী (বোর্ডঘর) মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বদলখালী (বোর্ডঘর) শ্মশান কমিটির সভাপতি মহেন্দ্র নাথ সরকার ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রামানিক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।