
গাইবান্ধা প্রতিনিধি: সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধা সদর উপজেলার কামারজানি শাখাটি একই উপজেলার দাড়িয়াপুরে স্থানান্তর করা হয়েছে। দারিয়াপুর বালিকা বিদ্যালয় রোডে তৌহিদুল ইসলাম খসরুর ভাড়া করা দ্বিতল ভবনে সোমবার থেকে সোনালী ব্যাংক লিমিটেডের স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কামারজানি থেকে দাড়িয়াপুরে স্থানান্তরিত ব্যাংকের শাখাটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা অঞ্চলের ডিজিএম আব্দুল কুদ্দুস ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুরজ্জামান রিংকু।
এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এজিএম আবুল কালাম আজাদ, শাখা ম্যানেজার নাহিদ বারী, প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার কিরণ শংকর, রকিবুল হাসান ও নাইমুল ইসলাম, পুরাতন বাজার শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের নেতা ইকবাল কবীর অপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারিয়াপুর কেয়ামত উল্যাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু।