শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুরাতন মৃতদেহের সন্ধান

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ঢিবির মাটি কাটার সময় অনেকদিনের পুরাতন অক্ষত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এই মৃত দেহের সন্ধান মেলে। এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে চলে ব্যাপক আলোচনা। কেউ বলছেন লাশটি ৬০ বছরের পুরাতন আবার কেউ বলছেন মৃতদেহটি প্রায় দুইশ বছরের পুরাতন।

এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফিট নিচে একটি মৃতদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। মৃতদেহে কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। এই মৃত দেহের কোন পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তবে গ্রামবাসীদের ধারণা মৃতদেহটি কোন পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো মৃত দেহ নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ওই মৃতদেহ   দেখার জন্য ভীর করে।
অভিরামপুর গ্রামের পচাত্তার বছর বয়সি আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফিট মাটি কাটার পরেই মৃৃতদেহ দেখতে পায়। মৃতদেহের  মুখমন্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওইস্থানে কোন দিন কবরস্থান ছিল বলে তাঁর জানা নেই।
দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জজ জানিয়েছেন, তিনি বহু বছরের পুরাতন মৃতদেহ অক্ষত অবস্থায় বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় মানুষ জানাজা করে মৃতদেহটি আবারও কবর দিয়েছে। তবে এ সম্পর্কে বেশী কিছু উৎঘাটন করা সম্ভব হয়নি বলে তিনি আরও জানান।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের বয়স আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই মৃতদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর