
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় অভিযোগে জনি আলী(২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জনি আলী উপজেলার চকমাপুর গ্রামের জবির আলীর ছেলে। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
স্কুল ছাত্রী ও পুলিশ জানায়, স্কুলে আসা যাওয়ার পথে জনি আলী প্রায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে অবগত করলে জনিকে বাধা নিষেধ করেন ছাত্রীর বাবা। গতকাল রোববার প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। পথিমধ্যে জনি আলী স্কুলছাত্রীর পথ রোধ করে জোরপূর্বক প্রেমের প্রস্তাব দিলে তা আবার প্রত্যাখান করে ওই ছাত্রী। এতে জনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভিতি দেখায় স্কুল ছাত্রীকে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে জনিকে আটক করে। পরে রাতে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে জনিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে জনিকে আটক করে থানায় আনা হয়। পরে মামলা গ্রহন করে আটককৃত জনিকে আজ সোমবার (০২ ডিসেম্বর) নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।