
গাইবান্ধা শহরকে যানজট মুক্ত করতে ব্যাটারি চালিত ৬ হাজার ইজি বাইকে সবুজ ও হলুদ চিহ্নিত করা হয়েছে। এসব ইজিবাই একদিন পরপর শহরে চলাচল করবে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আজ সকালে গাইবান্ধা বিজয় স্তম্ভ প্রাঙ্গনে হলুদ ও সবুজ চিহ্নিত ইজিবাইক চলাচল কার্যক্রমের উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত অ্যঞ্জেলা, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, জেলা জামাতের আমির আব্দুল করিম, শহর বিএনপি সভাপতি শহিদুজ্জামান শহীদ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সহ-সভাপতি মিলন, পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা, পৌর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।