
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রী সমন্বয়করা। ২৩ সেপ্টম্বের সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নিশাত আহমেদ, রিয়াজ উদ্দিন সাকিব প্রমূখ।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার নিহত সুজনের বাবা সিরাজুল ইসলাম, নিহত লিজা আক্তারের বড় ভাই মো: রাকিব, মো: আরিফের বড় বোন রুমা বেগমসহ নিহতদের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের স্মৃতিচাড়ণ করে কান্নায় ভেঙে পরেন। এবং স্বজনদের হত্যাকান্ডে বিচারের দাবী করেন তারা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রাসেল মাহমুদ তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। এতে ভোলার জেলার ৪৬ জন নিহত হয়েছেন। সব হত্যাকান্ডের বিচার এই বাংলার জমিনেই হবে। খুনিকে ছাড় দেওয়া হবে না।