
চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন। সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো রিপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। এ সময় তিনি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাইলে বিক্রেতা দাম চায় ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখে যায় তিনি কিনেছেন ১০০০ টাকা দরে। ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদণ্ড দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরকেও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান শেষ করে চলে যাওয়ার পর আবরও ইলিশের দাম আগের বেশী দামে বিক্রি শুরু হয়।
উল্লেখ্য, ভারতে ইলিশ রফতানি ঘোষণার পর থেকে কেজিতে ১০০-১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। বর্তমানে ১ কেজি ওজনের স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-১৮৫০ টাকায়। ৭০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৬৫০ টাকা দরে। দক্ষিণাঞ্চল থেকে সরবরাহকৃত মাছ কেজিতে ২০০-৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।