শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে ভারতে ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৬:৫৮ পূর্বাহ্ন

খোঁজ খবর ডেস্ক: হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে গত একমাস যাবত আন্দোলন চলছে। এ নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।

এ সময় সাশি বুসান পান্ডে নামক দৃষ্টি প্রতিবন্ধি এক শিক্ষার্থীর উপর পুলিশের চড়াও হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় পুলিশকে ছাত্রটি তার চশমা দেখিয়ে চোখে দেখেনা দাবি করলেও পুলিশ তাকে হেনস্থা করে। গত একমাস আগে নতুন করে হোস্টেল ফি, বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে এ আন্দোলন ছড়িয়ে পড়ে।

নতুন প্রস্তাবিত ফি কাঠামো অনুযায়ি ছাত্রদেরকে হলে থাকার জন্য বছরে ১,৮০০ রুপি থেকে ৩,৬০০ রুপি দিতে হবে। যেখানে আগে প্রতি বছরে তাদেরকে ১২০ থেকে ২৪০ রুপি দিতে হতো। অনেকে এ নতুন কাঠামোকে শিক্ষার জন্য প্রতিবন্ধক বলছে, বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য।

সরকারী চাকুরি এবং প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াশোনা করা অধিকাংশ ভারতীয় শিক্ষার্থীদের সামর্থের বাইরে। তবে বিখ্যাত এ বিশ্ববিদ্যালয়টি এ ক্ষেত্রে কম টাকায় শিক্ষা প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলি যাদেভ নামক এক ছাত্র ৪৬৩ জন শিক্ষার্থীর উপর এক গবেষণায় দেখান যে, এখানে পড়তে আসা ৪২% শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২ হাজার ডলারের কম। ছাত্রদের অধিকাংশ তাদের খরচ বাচানোর জন্য মাইলের পর মাইল পায়ে হেটে চলাচল করে জুতা ক্ষয় করে টেক্সি ভাড়া না করে। তাদের অনেকে পরিবারের ঋণ শোধ করার জন্য কাজ করে। যাভেদ প্রশ্ন রাখেন এ সমস্ত দরিদ্র ছাত্রদের শিক্ষার জন্য কি কোন প্রতিষ্ঠান থাকবে না?

উল্লেখ্য, প্রায় ৮ হাজার শিক্ষার্থীর মধ্যে এ প্রতিষ্ঠানে ৬০% শিক্ষার্থী হোস্টেলে থাকে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর