
গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম হিসেবে “যুব রেড ক্রিসেন্ট” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে কর্মশালা পরিচালনা করেন জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।
কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সেক্রেটারি মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাঈদ হাসান, গাইবান্ধা নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম কোট। কর্মশালায় সদর উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশ গ্রহন করে।